জাপানি তেল কি কি দিয়ে তৈরি হয় জানেন? দেখে নিন লম্বা লিস্ট..

1 copy

প্রাণী না উদ্ভিদ? শিকড় না বীজ? আসলে কী দিয়ে তৈরি হয় জাপানি তেল? জাপানি তেল। বিচিত্র এই তেল নিয়ে প্রকাশ্যে হাসাহাসি কিংবা আড়ালে কৌতূহল অনেক পুরুষেরই থাকে। এর বিজ্ঞাপন দেখে হেসে কুটোপাটি খান অনেক মহিলাও। কিন্তু এই তেলে ঠিক কী থাকে জানেন কি?

2

‘জাপানি তেল’! নামটির মধ্যেই কেমন একটা গা ছমছমে ব্যাপার রয়েছে। জিনিসটির বিজ্ঞাপন অনেক দেখেছেন। দেখে রোমাঞ্চ-কৌতুক-আমোদও বোধ করেছেন যথেষ্ট। কিন্তু মালটা অ্যাকচুয়ালি যে কী, তা নিয়ে কৌতূহল জিনিসটি ব্যবহার না করলে বোধ করি মেটার নয়। আর তা ব্যবহারের পরেও তো কত প্রশ্ন থেকে যায় উত্তরহীন।

3

জাপানি তেলের নির্মাতা চতুর্ভুজ ফার্মাসিউটিক্যালের বক্তব্য, বহু যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে এমন নানা আয়ুর্বেদিক উপাদান, প্রাণী ও উদ্ভিদের নির্যাস থেকেই এই তেল প্রস্তুত করা হয়।

2

জাপানি তেলের বিবিধ উপাদানগুলির মধ্যে উল্লেখযোগ্য হল—

জলপাই তেল

লবঙ্গ

তিলের তেল

আকরকরা শিকড়

জ্যোতিস্মতি বীজ

আর্সেনিক-যুক্ত মিনারেল

কেশর

হরতাল ভস্ম

একাধিক আয়ুর্বেদিক ওষুধপত্রের ওয়েবসাইট বলছে, এ ছাড়াও যে বস্তুগুলি জাপানি তেলে থাকে—

গোল মরিচ

লতা কস্তুরি

কার্পাস বীজের তেল

জুন্দবেদস্তর বা ক্যাস্টোরিয়াম

হিং

চামেলি ফুলের তেল

জাফরান

সরষের তেল

চেলোপোকা

5

তবে জাপানি তেলের মধ্যে এত কিছু থাকলেও তা যে যৌবনবর্ধক হিসেবে কাজ করে, এমনটা মোটেও স্বীকৃত নয়। আর বাজার চলতি জাপানি তেলে সত্যিই এসব উপাদানগুলি থাকে কি না, তা-ও নিশ্চিত করে বলা সম্ভব নয়।

Leave a comment